ঢাকা, রবিবার ২৪, নভেম্বর ২০২৪ ৯:৩২:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সাময়িক বন্ধের পর খুললো যমুনা ফিউচার পার্ক ডেঙ্গুতে আরও ১০ জনের প্রাণ গেল ডেঙ্গুতে এ বছরেই ৫১ শিশুর প্রাণহানি মাকে হত্যা করে থানায় হাজির ছেলে আমদানির সাড়ে তিনগুণ দামে বাজারে বিক্রি হচ্ছে আলু ঢাকায় আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা

এবার সৌদি আরব এক নারীকে পাঠাবে মহাকাশে 

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৮ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার

সৌদি আরব এক নারীকে পাঠাবে মহাকাশে 

সৌদি আরব এক নারীকে পাঠাবে মহাকাশে 

সৌদি আরব প্রথবারের মত একজন নারী মহাকাশচারীকে চলতি বছরের শেষের দিকে মহাকাশ মিশনে পাঠাবে। কট্টর রক্ষণশীল ভাবমূর্তিকে পরিশোধনের লক্ষ্যে এটি দেশটির সর্বশেষ পদক্ষেপ। 

সরকারি সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, ১০ দিনের এই মিশনে সৌদি মহাকাশচারী রায়ানা বার্নাভি ইন্টারন্যাশনাল স্পেস  স্টেশন (আইএসএস)-এ  সৌদি আলি আল-কারনির সঙ্গে যোগ  দেবেন । খবর এএফপি’র।

বেসরকারী মহাকাশ সংস্থা অ্যাক্সিওম স্পেস (এসপিএ) ও অ্যাক্সিওম জানিয়েছে, এই বসন্তে একটি মিশনের অংশ হিসেবে বার্নাভি ও আল-কারনি একটি  স্পেসএক্স  ড্রাগন মহাকাশযানে চড়ে আইএসএস-এ উড়বে। এছাড়াও এএক্স-২ এ থাকবেন সাবেক নাসার মহাকাশচারী পেগি হুইটসন,  ও পাইলট হিসেবে কাজ করবেন টেনেসির ব্যবসায়ী জন শফনার। আইএসএস-এ তার চতুর্থ ফ্লাইট করবেন হুইটসন। এক্স-২ ক্রুদের স্পেস এক্স ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ কমপ্লেক্স ৩৯-এ  থেকে ইন্টারন্যাশনাল স্পেস  স্টেশনে পাঠানো হবে।